“গ্রেস হপার সেলেব্রেশন” এর স্কলারশিপের জন্য আবেদনের প্রক্রিয়া

Hasna Hena Mow (CipherGirl)
4 min readJan 24, 2020
© https://ghc.anitab.org/

এই পোস্টটি মূলত “গ্রেস হপার সেলেব্রেশন” সম্পর্কে যা কিছু জানা দরকার! (Everything you need to know about “Grace Hopper Celebration”!) পোস্টটির একটি অংশ। এখানে GHC স্কলারশিপে আবেদন করার প্রক্রিয়াটি বিস্তারিতভাবে আলোচনা করা হবে। যারা মূল পোস্টটি পড়েননি তারা প্রথমে মূল পোস্টটি পরে নিলে GHC এর বেপারে সম্পূর্ণরূপে জানতে পারবেন।

“গ্রেস হপার সেলেব্রেশন” এর স্কলারশিপের আবেদন ফর্ম

“গ্রেস হপার সেলেব্রেশন” এর স্কলারশিপে আবেদনের ফর্মটিতে মোট ৭ টি সেকশন রয়েছে। সেগুলো নিচে বিস্তারিত ভাবে আলোচনা করা হলো:

Applicant Information

এখানে মূলত পার্সোনাল ইনফরমেশন যেমন নাম, ঠিকানা, ইনস্টিটিউটের (কলেজ/ইউনিভার্সিটি) নাম, কন্টাক্ট ইনফরমেশন দিতে হবে।

Demographic Information

এই সেকশনে জাতিগত পরিচয় যেমন এশিয়ান, মার্কিন, মার্কিন সিটিজেন কিনা, প্রাপ্তবয়স্ক কিনা ইত্যাদি ইনফরমেশন দিতে হবে। যদিও এই ইনফরমেশন গুলো স্কলারশিপ রিভিউতে কোনো প্রভাব ফেলে না। GHC প্রোগ্রামটির সফলতা বাড়ানোর জন্যে এই ইনফরমেশন গুলো তারা ব্যবহার করে থাকে।

Education and Career Information

কোন ডিগ্রি প্রোগ্রামের, কোন বর্ষের স্টুডেন্ট, মেজর সাবজেক্ট কি এই ইনফর্মাশনগুলো এখানে দিতে হবে। টেকনিকাল কোন কোন সেক্টর বা সাবজেক্ট এ আগ্রহ আছে তাও এখানে জানাতে হবে। বর্তমান সিজিপিএ ৪.০ স্কেলে হিসেবে করে এখানে দিতে হবে (যাদের উনিভার্সিটিতে ৪.০ স্কেলে হিসেব করা হয় তারা ঐটাই দিবেন)।

Attendance and Scholarship Information

আগে GHC তে অংশগ্রহণ করা হয়েছিল কিনা এবং AnitaB.org থেকে এর আগে স্কলারশিপ পাওয়া হয়েছিল কিনা তা এখানে পূরণ করতে হয়। যারা প্রথমবার এটেন্ড করছেন তাদের এই ফিল্ড গুলোতে “No” সিলেক্ট করতে হবে।

Essay Questions

সব থেকে গুরুত্বপূর্ণ সেকশন এটি। এখানে দুটো প্রশ্ন দেয়া থাকে যার উপর ভিত্তি করে প্রত্যেক প্রশ্নের জন্যে সর্বোচ্চ ২০০ শব্দের এসে(প্রবন্ধ) লিখতে হবে।

GHC ওয়েবসাইট এপ্লিকেশন গাইডলাইন অনুযায়ী:

What are we looking for in a student scholar?

Student scholars are active in their community including being involved with campus computing/STEM clubs and working towards the advancement of women in computing.
An understanding of how attending GHC will have an impact on the scholar and any messages/key learnings they take back to share at their school.

Q1: Tell us why you want to attend GHC, what type of impact will being at a conference focused on women in computing have on you? (maximum 200 words)

GHC ওয়েবসাইট এপ্লিকেশন গাইডলাইন অনুযায়ী:

We strongly encourage you to share any experiences with overcoming unique, personally important, and/or challenging factors in your background. While not an exhaustive list, some examples of unique challenges could include: the quality of your early educational environment, your socioeconomic background, culture, race, ethnicity, gender, sexual orientation, gender identity, having a disability, and other life or work experiences. Please discuss how such factors have influenced your goals and preparation for your career as a woman in computing.

টিপস: উত্তরগুলো একটি গল্পের মতো করে সাজাতে হবে। তবে গল্পটি হতে হবে নিজের আগ্রহ, কম্পিউটার সাইন্স জগতে আসার পিছনে উৎসাহ ও প্রেরণার, তোমার একাডেমিক বা ক্যারিয়ার জীবনের বাধা বিপত্তি কিভাবে অতিক্রম করছো, টেক জগৎ তোমাকে কিভাবে উৎসাহিত করে, কিভাবে আরো এগিয়ে যেতে পারবো এই বিষয়গুলো ফোকাস করে লিখতে পারো।

Q2: How will you share your experience at GHC with others? What type of impact will your experience at GHC have on others in your community? (maximum 200 words)

GHC ওয়েবসাইট এপ্লিকেশন গাইডলাইন অনুযায়ী:

Please tell us why you would like to attend the Grace Hopper Celebration and how you plan to share your experience with others (including your school community) after attending the conference. This is your opportunity to share any information you believe will have an impact on being selected as an AnitaB.org GHC Scholar.

টিপস: এই প্রশ্নের মূল ফোকাস হচ্ছে তুমি কিভাবে তোমার সমাজে একজন টেকনোলজিস্ট হিসেবে অবদান রাখবে। তুমি কিভাবে তোমার নেটওয়ার্ক বড় করবে, কিভাবে অন্যদের সাহায্য করবে। টেক জগতে মেয়েদের অংশগ্রহণ বৃদ্ধি করতে তোমার লক্ষ্য রয়েছে কি এবং তা বাস্তবায়নের তোমার আগ্রহ কেমন তা এখানে প্রকাশ করতে হবে।

উত্তরগুলো লিখার সময় অবশ্যই ব্যাকরণগত ভুলগুলো খেয়াল রাখতে হবে। বার বার প্রুফরিড করতে হবে (বার বার পরে ভুল খুঁজে বের করা)। চাইলে অন্য কারো সাহায্যও নিতে পারো প্রুফরিড করতে যাদের ইংলিশ গ্রামার ভালো বা ইংলিশে ভালো আর্টিকেল লিখতে পারে এরকম।

**এখানে শেয়ার করা টিপস সম্পূর্ণই আমার ব্যক্তিগত মতামত। আমি স্কলারশিপে এপ্লিকেশন করার সময় যেই বিষয়গুলো খেয়াল রেখেছিলাম তাই এখানে লিখেছি। ফরম্যাট এরকমই হতে হবে এমন কোনো কথা নেই। এটি একটি গাইডলাইন মাত্র।

CV/Resume

তোমার সিভি/রেসুমে এখানে আপলোড করতে হবে। পিডিএফ ফরম্যাটে দিতে হবে।

টিপস: আমার মতে সিভি যেন ১/২ পৃষ্ঠার বেশি না হয় এবং টেক বিষয়ক একটিভিটিস গুলো যেন সিভিতে লিখা থাকে যেমন, প্রোগ্রামিং কনটেস্ট, ক্যাম্প বা প্রজেক্ট ইত্যাদি। যদি কোনো প্রকার ভলান্টিয়ার কাজ থাকে তা উল্লেখ করার পরামর্শ দিবো। ইন্টারন্যাশনাল সিভির ফরম্যাটে ছবি দেয়ার প্রচলন এখন আর নেই। আমিও ছবি না দেয়ার পরামর্শ দিবো কারণ ছবিতে অনেক জায়গা নষ্ট হয় যেখানে তোমার গুরুত্বপূর্ণ তথ্যগুলো বেশি কাজে দিবে। সেগুলোই সুন্দর করে উপস্থাপন করবে। তোমার সিভিতে যেন প্রকাশ পায় যে তুমি টেকনিক্যাল ফিল্ডে একটিভ।

Unofficial Transcript

তোমার ডিপার্টমেন্ট থেকে একাডেমিক ট্রান্সক্রিপ্ট সংগ্রহ করে এখানে পিডিএফ ফরম্যাটে আপলোড করবে। ট্রান্সক্রিপ্টে যেন কোর্সের বিস্তারিত (কোর্সের নাম, ক্রেডিট) এবং গ্রেডিং সিস্টেম লিখা থাকে।

Recommender Information

আরেকটি গুরুত্বপূর্ণ সেকশন এটি। এখানে তোমার উনিভার্সিটির একজন ফ্যাকাল্টি মেম্বারের রেকমেন্ডেশন লাগবে। তার ইনফরমেশন এখানে দেয়া হলে, তার কাছে একটি ইমেইল যাবে যেইটায় রেকমেন্ডেশন ফর্ম সাবমিট করার নিয়ম দেয়া থাকবে।

Acknowledgement

সবশেষে, তুমি সব নিয়ম মেনে এপ্লিকেশনটি জমা দিচ্ছ এবং সকল তথ্য সত্য, এরকম স্বীকারোক্তিমূলক টিক বক্স সিলেক্ট করতে হবে এখানে। সব থেকে সহজ সেকশন আর কি!

সর্বাত্মক চেষ্টা করেছি এপ্লিকেশন প্রসেসটি ভালোভাবে বর্ণনা করতে। যদি কোনো ধরণের প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করতে পারেন বা আমার সাথে Facebook | Twitter | LinkedIn এ যোগাযোগ করতে পারেন।

আমার পাবলিশ করা পোস্টের আপডেট পেতে Medium| Twitter এ ফলো করতে পারেন।

--

--

Hasna Hena Mow (CipherGirl)

Outreachy Intern @Mozilla | Google CodeU Participant 2019 | Grace Hopper Celebration 2018 Scholar | CS Major Undergrad Student | Competitive Programmer | Muslim