“গ্রেস হপার সেলেব্রেশন” সম্পর্কে যা কিছু জানা দরকার! (Everything you need to know about “Grace Hopper Celebration”!)

Hasna Hena Mow (CipherGirl)
5 min readJan 24, 2020

গ্রেস হপার সেলিব্রেশন বিশ্বের বৃহত্তম সম্মেলন শুধুমাত্র নারী প্রযুক্তিবিদদের জন্য। AnitaB.org ইনস্টিটিউট, ACM (এসোসিয়েশন অফ কম্পিউটিং মেশিনারী) এর সহযোগিতায় এই সম্মেলনটি আয়োজন করে থাকে।

© www.businessinsider.com

এই পোস্টটিতে “গ্রেস হপার সেলেব্রেশন” কি? কিভাবে আবেদন করতে হবে? বিভিন্ন টিপস এবং গুরুত্বপূর্ণ তথ্য সব কিছুই বিস্তারিত ভাবে বর্ণনা করা হয়েছে। আশাকরছি এই পোস্টটির মাধ্যমে আবেদনকারীরা একটি গাইডলাইন পাবে।

১. শুরুর কথা — “গ্রেস হপার সেলেব্রেশন কি এবং কেন উদযাপন করা হয়?”

গ্রেস হপার সেলেব্রেশন প্রযুক্তিবিদ মেয়েদের জন্যে আয়োজিত তিনদিন ব্যাপী একটি আন্তর্জাতিক সম্মেলন যেখানে সারা বিশ্বজুরে বিভিন্ন দেশের মেয়েরা একত্রিত হয় এবং একটি নেটওয়ার্ক তৈরী করে। সম্মেলনটি আমেরিকায় আয়োজিত হয়ে থাকে। এই সম্মেলনের মাধ্যমে মেয়েরা একেঅপরের সাথে পরিচিত হওয়ার মাধ্যমে জানতে পারেন বর্তমানে প্রযুক্তিক্ষেত্রে মেয়েদের বর্তমান অবস্থা এবং অবদান সম্পর্কে। এই সম্মেলনে আরো থাকে বিভিন্ন সেশন, ওয়ার্কশপ যেখানে তারা ক্যারিয়ার বিষয়ক অনেক প্রয়োজনীয় জিনিস শিখতে পারে এবং জানতে পারে। ক্যারিয়ার ফেয়ার এই সম্মেলনটির প্রাণকেন্দ্র বলে মনে হয় আমার কাছে। যেখানে আমেরিকার টপ টেক-বিষয়ক কোম্পানি গুলো অংশগ্রহণ করে থাকে এবং মেয়েদের জব এবং ইন্টার্নশীপ অফার করে থাকে।

প্রযুক্তিক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণ কম বলে এই সম্মেলনটি মেয়েদের উদ্দুদ্ধ করে থাকে এবং উৎসাহ যোগায় প্রযুক্তিতে নিজের ক্যারিয়ার গড়তে। শুধু আমাদের দেশই নয় পৃথিবীর প্রত্যেক দেশেই মেয়েরা প্রযুক্তি ক্ষেত্রে একটু পিছিয়ে থাকে। এই সম্মলনের মাধ্যমে কিংবদন্তি ওই সকল নারীদের সম্মাননা জানানো হয় যারা প্রযুক্তিক্ষেত্রে অসাম্য অবদান রেখেছেন এবং একটি নেটওয়ার্ক তৈরী করা হয় ওই সকল মেয়েদের নিয়ে যারা প্রযুক্তিক্ষেত্রে নিজেদের ক্যারিয়ার গড়তে আগ্রহী। তারা জানতে পারে ওই সকল নারীদের গল্প যারা বৈষম্যের শিকার হয়েও কিভাবে প্রযুক্তিতে অসমান্য ভূমিকা রেখেছেন এবং সাহস যোগায় নিজেদেরও সেইভাবে তৈরী করতে।

২. কিভাবে অংশগ্রহণ করবো “GHC” তে?

GHC তে অংশগ্রহণ করার দুইটি উপায় রয়েছে-

১। জেনারেল রেজিস্ট্রেশন: GHC তে অংশগ্রহণ করার জন্যে রেজিস্ট্রেশন টিকেট বিক্রয় করা হয় যার সীমা $৪৫০(ডলার) স্টুডেন্ট — $১১৫০(ডলার) জেনারেল পাবলিক। এই ক্ষেত্রে ট্রিপের খরচ (ভিসা, প্লেইন ফেয়ার, হোটেল) সবকিছু নিজেদের বহন করতে হবে।

২। স্কলারশিপ: GHC তে অংশগ্রহণ করার জন্যে AnitaB.org ইনস্টিটিউট স্কলারশিপ দিয়ে থাকে। যেখানে GHC এর রেজিস্ট্রেশন, ট্রিপের সম্পূর্ণ খরচ এবং স্টাইপেন্ড (বৃত্তি) ও দেয়া হয় সেখানে খাওয়া এবং এক্সট্রা খরচের জন্যে। স্কলারশিপ এপ্লিকেশন ২০২০ লিংক

এছাড়াও বিভিন্ন টেক কোম্পানি যেমন গুগল, টুইটার স্টুডেন্ট স্কলারশিপ দিয়ে থাকে (নিজেরা তা ইন্টারনেটে খুঁজে দেখতে পারো)।

৩. স্কলারশিপের বিস্তারিত ইনফরমেশন

স্কলারশিপ দুইটি ক্যাটেগরিতে দেয়া হয় যার একটি স্টুডেন্ট স্কলারশিপ এবং আরেকটি ফ্যাকাল্টি স্কলারশিপ। আমি যেহেতু স্টুডেন্ট স্কলার ছিলাম এখানে শুধু স্টুডেন্ট সম্পর্কেই বিস্তারিত আলোচনা করছি:

স্টুডেন্ট স্কলারশিপ এপ্লিকেশন করার জন্যে যোগ্যতা:
শুধু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তুলে ধরছি। বিস্তারিত জানতে ওয়েবসাইটটি দেখতে পারো।

  • এপলাই করার সময় এবং কনফারেন্স যখন অনুষ্ঠিত হবে তখন কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত ডিগ্রি প্রোগ্রামে (বি.এস, এম.এস বা পি.এইচ.ডি) ভর্তি হওয়া শিক্ষার্থী হতে হবে। কনফারেন্সের আগে স্নাতক বা যেকোনো ডিগ্রি প্রোগ্রাম (বি.এস, এম.এস বা পি.এইচ.ডি) পাস করে ফেলেছে এরকম স্টুডেন্ট এপলাই করতে পারবে না। সহজ ভাষায় এপলাই করার সময় এবং কনফারেন্স যখন অনুষ্ঠিত হবে সেই সময়ে আপনাকে একজন স্টুডেন্ট হতে হবে সেটা যেকোনো প্রোগ্রাম হতে পারে যেমন বিএসসি, এমএসসি বা পিএইচডি।
  • যেকোনো সাবজেক্টে পড়া স্টুডেন্টই এপলাই করতে পারবে তবে অবশ্যই সন্তোষজনক অগ্রগতি থাকতে হবে। কম্পিউটার সায়েন্সের প্রতি আগ্রহ প্রকাশ পায় এরকম এক্টিভিটিস থাকতে হবে।
  • স্কলারশিপ পাওয়ার পর যদি কোনো কারণে কনফারেন্সে এটেন্ড করতে না পারা যায় তবে তা আগেই AnitaB.org কে জানাতে হবে নাহলে আর কখনোই স্কলারশিপের জন্যে আবেদন করা যাবে না যেহেতু এটি অন্য আরেকজন স্টুডেন্ট এর সুযোগ নষ্ট করে।

স্টুডেন্ট স্কলারশিপে যা দেয়া হয়:

  • ৩ দিন ব্যাপী কনফারেন্সের রেজিস্ট্রেশন (GHC এর টিকেট পাওয়া খুবই কষ্টকর। প্রায় সময়ই যেদিন রেজিস্ট্রেশন ওপেন হয় সেইদিনই সব টিকেট বিক্রি হয়ে যায়)
  • ভিসার খরচ (বলা বাহুল্য যে ভিসার জন্যে নিজেদের এপলাই করতে হবে। ভিসা না পেলে কনফারেন্স এ যাওয়া যাবে না। আমার পরিচিত একজন ভিসা পায়নি বলে যেতেও পারেনি।ভিসার খরচ বাবদ স্টাইপেন্ডের সাথে দিয়ে দেয়া হয়)
  • রাউন্ডট্রাইপ প্লেইন টিকেট (আমাদের জন্যে এইটা সবথেকে ব্যয়বহুল। AnitaB.org ফ্লাইট এর সব কিছু ব্যবস্থা করে থাকে)
  • ৩ রাত থাকার জন্যে হোটেলের ব্যবস্থা (কনফারেন্স যেহেতু তিনদিন ব্যাপী তাই শুধুমাত্র ঐদিন গুলোর জন্যে হোটেলের ব্যবস্থা করে থাকে AnitaB.org)
  • GHC স্টাইপেন্ড (খুবই ভালো অংকের টাকা দেয়া হয়। যদি বুঝে খরচ করা হয় তাহলে ওখানে এয়ারপোর্ট থেকে হোটেল আশা যাওয়ার খরচ, অতিরিক্ত ব্যাগেজ এর খরচ, খাওয়া-দাওয়া ইত্যাদি সবই এই টাকা দ্বারা পূরণ করা যাবে)

পোস্টটি অনেক বড় হয়ে যাবে বলে স্কলারশিপের আবেদন প্রক্রিয়াটি বিস্তাতিরিত বর্ণনা করার জন্যে আলাদা পোস্ট লিখেছি। লিংক: গ্রেস হপার সেলেব্রেশন” এর স্কলারশিপের জন্য আবেদনের প্রক্রিয়া।

৪. “GHC” ইভেন্টগুলোর বৃত্তান্ত

GHC তে যেই ইভেন্ট গুলো হয় সবগুলোর ইনফরমেশন এই লিংকটিতে পাবেন।

আমি যেই ইভেন্ট গুলোতে পার্টিসিপেট করেছিলাম তা ছিল:

  • ক্যারিয়ার সেশন / ওয়ার্কশপ: অনেক ধরণের সেশন/ওয়ার্কশপ হতে থাকে তিনদিন জুড়েই। এইগুলোর অনেক ক্যাটাগরি আছে। কোনোটা টেকনোলজি বিষয়ক, কোনোটা ক্যারিয়ার। আসলে অনেক অনেক সেশন হয়। যার যেইটা ইচ্ছা পার্টিসিপেট করতে পারে।
  • ওপেন সোর্স ডে: এখানে সারাদিনের জন্যে একটি টীমর সাথে একত্রিত হয়ে একটি ওপেন সোর্স প্রজেক্টে কাজ করতে হয়। ওপেন সোর্স প্রজেক্টটি কাজ করার জন্যে মেন্টর থাকে সেখানে। অনেক গুলো প্রজেক্ট থাকে যার মধ্যে থেকে নিজের পছন্দমতো একটি প্রজেক্ট সিলেক্ট করতে হয় আগে থেকেই (ওয়েবসাইট এর ইভেন্ট সিলেক্ট করার পেজ থেকে)।
  • ক্যারিয়ার ফেয়ার: ফেয়ারটি তিনদিন ব্যাপী থাকে। যখন ইচ্ছা ফেয়ারে যাওয়া যায়। সেখানে টেক কোম্পানি গুলোর অনেক সুন্দর ষ্টল থাকে। সবথেকে সুন্দর স্টলটি থাকে Google এর। প্রায় প্রতি স্টলেই ফ্রি গিফটস থাকে কনফারেন্সের পার্টিসিপেন্টদের জন্যে। জব অফার, এপলাই করার নিয়ম সব শেয়ার করে থাকে তারা। অনেকেই অনস্পট চাকরির অফারও পেয়ে থাকে! অনেক স্টলে ইন্টারভিউ চলতে থাকে (Apple এর স্টলে প্রায় ৩০+ জন মেয়েদের লম্বা লাইন দিখেছিলাম ইন্টারভিউ এর জন্যে)।

৫. “GHC” এর অভিজ্ঞতা

এরকম সুযোগ সত্যিই ছাড়ার মতো নয়। আমার অনেক বড় একটি অর্জন ছিল GHC স্কলারশিপ। পৃথিবীতে মেয়ে টেকনোলজিস্টদের অবস্থা কেমন, কিভাবে অগ্রসর হতে হবে কখনোই অনুমানও করতে পারতাম না GHC তে না গেলে। GHC তে পার্টিসিপেট করার পর অনেক রিসোর্সে পেয়েছি, অনেক ভালো একটি নেটওয়ার্ক পেয়েছি, বিদেশে থাকা বাঙালি আপুদের সাথে কানেক্টেড হতে পেরেছি। আমাদের এই টেকনিকাল ফিল্ডটা কিন্তু আমাদের জাতি পরিচয় এবং পরিবেশের মধ্যে সীমাবদ্ধ না। এটি একটি ওপেন প্লাটফর্ম। পৃথিবী যেভাবে আগাচ্ছে সেইভাবেই নিজেকে তৈরী করতে হবে নিজেকে, সেই ক্ষেত্রে GHC এর মতো ইভেন্ট অসামান্য ভূমিকা পালন করে।

GHC ২০১৮ তে বাঙালি আপুদের সাথে আমি (গোলাপি জ্যাকেটে, ডানদিক থেকে তৃতীয়)।

GHC সম্পর্কে আর্টিকেলের লিংক:

আমার সাথে একজন ইন্ডিয়ান মেয়ের সাথে পরিচয় হয় সেখানে নাম নিকিতা। অনেক মজা করেছিলাম আমরা একসাথে। তার আর্টিকেলটি পরেই আমি উত্সাহিত হয় এই ব্লগটি লিখতে। তার পোস্টের লিংক: https://medium.com/dreamers-to-doers/everything-you-need-to-know-about-ghc-cb07f2ba4a9f

আমি ব্লগিং জগতে নতুন। পোস্টের ভুলত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক জায়গায় তুমি, অনেক যায় আপনি বলে সম্বোধন করার জন্যে দুঃখিত। সর্বাত্মক চেষ্টা করেছি ভালোমতো ইনফরমেশন গুলো উপস্থাপন করতে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন বা আমার সাথে Facebook | Twitter | LinkedIn এ যোগাযোগ করতে পারেন।

আমার পাবলিশ করা পোস্টের আপডেট পেতে Medium| Twitter এ ফলো করতে পারেন।

--

--

Hasna Hena Mow (CipherGirl)

Outreachy Intern @Mozilla | Google CodeU Participant 2019 | Grace Hopper Celebration 2018 Scholar | CS Major Undergrad Student | Competitive Programmer | Muslim